এখন শহরের ঝঞ্জাটে
মাথাহীন মানুষ দেখা যায়;
আজনবিদের পা-ই যথেষ্ঠ।
এখান থেকে ওখানে ঘুরাঘুরি করছে কেউ,
কোনো কিছু হারিয়ে ফেলেছে মনে হয়।
নাকি তার ছোট বাচ্চা?
অপকৃষ্টের কাল-বাহু
ভেরিনিনাদের ডাকে বের হয়ে আসি;
রোদের দাগ লেগে আছে দেখো।
সমস্ত মানুষ হঠাৎ একসময়
নীরব হয়ে যায়
ফেরেবি হয়নি কেউ,
লাল চোখে তাকাবার সাহস নেই।
চণ্ডমূর্তির মতো
থেকে আছি সর্বক্ষণ
উঁকি দেয়া মানুষের আধারে।