মিষ্টুবিষ্টু ছড়ার কবিতা


মৌ সুমসাম নে, মৌসুম সামনে
ছোটাছুটি দাও ছুটি
ফুল নেই গাছে তার ফল আছে হয়ে
দেবে না-কি ফলে পুল?
মধু তবে পাবে কী?
মোটামুটি নাও উঠি
কূল যেই আছে, আর বল পাছে ক্ষয়ে?
নেবে বাকী বলে মূল
বধূ রবে খাবে ঘী।
মৌ, লোভী বলে, বলে মৌলভী।