মঞ্জুমা ছন্দের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো:


মরণের সত্য চিরন্তন, কবরের ঘররে
রকমারী মনন জন্য ভুললা নররে
নারীর কথক কথ্য ছলছল নয়নে
বলব কিকি? বোঝাবো কিকি? হিবিজিবি
শোননা নারীর, নরের কথ্য বিবি।


মঞ্জুমা ছন্দ লিখতে হয় শব্দ ও বর্ণের উপরে, পাঁচটি শব্দে একটি পংক্তি বা লাইন আর পাঁচ পংক্তির বা লাইনে হবে একটি কবিতা।


প্রতিটি শব্দে একইরকম দুটো বর্ণ  থাকতে হবে, যেমন:


মরণের> দুটো "র" আছে এই শব্দে।
সত্য>সততো>দুটো "ত"
চিরন্তন>চিরনতন>দুটো "ন" আছে
কবরের> দুটো "র" আছে
ঘররে> দুটো "র" আছে


এইভাবে যে কোনো বর্ণ প্রতি শব্দে দুটো থাকবে একইরকম।


আ-কার এ-কার ইত্যাদি ব্যাবহার যেমনতেমন হতে পারে।


অন্ত্যমিল ককখগগ


এখানে উদাহরণটিতে  ব্যাবহার হয়েছে ২+২ করে একরূপ বর্ণ।


এই কবিতায় প্রতি শব্দে বর্ণের সাদৃশের ভিন্নতা হতে পারে।


বর্ণ সাদৃশ্যের ক্ষেত্রে
২+২+২+২+২
৩+২+৩+২+৩
২+২+৩+৩+২
৩+৩+৩+২+৩