ঘুড়ি ওড়াতে বড্ড ইচ্ছা করে
এতটা পথ হেঁটে
কপালের চিকন রেখাগুলো
লজ্জায় নত হয়ে আসে
সুতো জড়ানো লাটাই খসে পড়ে
অথচ তুমি ভেবে অস্থির
আমার বয়স হয়েছে,আমি বড্ড ক্লান্ত।


গভীরতার হিসাব কষে
অংকটা যখন একদমই মিলছে না
আমি তোমায় সাহায্য করতে চেয়েছিলাম
তুমি ভাবলে আমি ভয় পাচ্ছি
কলমে কালি নেই বলে কাগজটা রেখে দিলে
তোমার  সাজানো ড্রেসিং টেবিলে।


রাতের কুয়াশায় হুতুম পেঁচাটা যখনই
বৃক্ষের ডালে বসে  আমাকে ডাকে
আমি শুনি সে  ডাকে
অথচ তুমি একদমই শুনতে পাও না
তোমার কেবলই মনে হয়
আমি ডুবে থাকি স্বপ্নের কুহকে।


জানলার গ্লাস খুলে
আকাশের সীমানা খুঁজি
সেখানে কে বা কারা যেন রেখেছে মেঘ
অথচ তুমি বললে  দূরের গ্রাম
সঠিক বেঠিকে আমাদের  সংসার চলে প্রতিদিন
হয়তো তুমিই সঠিক অথবা আমি
অথবা অবশিষ্ট রয়েছে কিছু।