করোনা ভাইরাস
           দুষিত  করেছে বায়ু
আর মানুষের প্রকৃতি।


      এই মহাবিশ্বের সবকিছুই
ঈশ্বরের নিয়ন্ত্রণে
        তবু আমরা সময়কে
ভুল ট্যাক্স দেই।
      পাঁচ আঙুলের করতলে
পৃথিবীকে তিলক চিহ্নে আঁকি।
         অতঃপর মুঠোবন্দি করি ঈশ্বরের পৃথিবী।


ডাইনোসর প্রজাতির বিলুপ্তির পর
            গীটার হাতে
                পৃথিবীতে আগমন করে মানুষ
রচনা করে সুর ও সঙ্গীত।


         এ কেমন বিস্ময়?
ঈশ্বরের এই বিশাল পৃথিবী।
      তবু পথে পথে কাটে
মানুষের এই দিন- এই রাত্রি।