তুমি বুঝেছিলে
স্বপ্ন আগুনে হেঁটে হেঁটে ক্লান্ত
জলের নহর
পর্বত ছুঁয়ে পড়েছে অন্যখানে
তবুও হাত বাড়াও নাই
হয়তো চেয়েছিলে ওই হাত স্বাবলম্বী হোক।


তুমি বুঝেছিলে
মানুষ সভ্যতার রঙে পাল্টেছে
মুঠোফোনের যুগ
ভারচুয়ালে মানুষের ক্লান্তি বাড়ছে
তবুও দাঁড়াও নাই
হয়তো ভেবেছিলে রঙিন জগৎ।


তুমি হাত বাড়াও নাই
ফিরে আসে নাই লাল প্রজাপতি
তুমি দাঁড়াও নাই
ঘুম ভাঙ্গে নাই সবুজ লতার
তাতে কি?
তুমিতো চেয়েছিলে ওই হাত স্বাবলম্বী হোক।