কষ্টে হাঁটিনি কোনদিন
যদিও কষ্ট খেলা করতো
অামার বাগানের বৃক্ষে।
কষ্টহীন দিনগুলো অামার
প্রশ্নবোধক চিহ্ন হয়ে
এভাবে চলে যাবে তাও ভাবিনি।
সাজানো উঠোনে শুধু
সকাল,দূপুর এবং সন্ধাবেলা
হরেক রঙের মেলা বসতো।
অামি আর তুমি সেই মেলা
ঘুরে ঘুরে
স্বপ্ন কিনে ঘর সাজাতাম।
তখন কি জানতাম ?
বৃত্তের ভিতরে কেনা স্বপ্নগুলো
নিঃসঙ্গ হয়ে পড়বে
অার তুমি চলে যাবে অনেক দূরে।
লেখার তারিখ : ১৯/১০/১৪ ,মাগুরা।