তুমি চলে গেলে
পৃথিবীর এই জটিল রেখাপথে
জানিনা কতদিন
তোমাকে মনে রাখবো।


গোধূলীর লাল অালো
যদি কোনদিন ডাকে
যদি বলে রাত্রির গল্প।


হাওয়ার পরশ নিয়ে যদি
এসে লেপ্টে থাকে পরাগরেণু
অামি কি বিভ্রান্ত !


নিশ্চুপ ছিলে পাঁচটি দিন
পাথর চোখে তুমি বলোনি
কথা একটিও।
কত স্বপ্ন অার আমাদের উঠোনে ছিলো
ছেলে-মেয়েদের কলরব।


তুমি বড্ড অভিমানী
কেন করলে অভিমান?
সহজ ভাষায় কেন বললে না
তুমি চলে যাচ্ছো।
কেন বললে না
প্রিয়তম, আমার ট্রেন স্টেশনে।


লেখার তারিখঃ14/10/2014,মাগুরা