তোমাকে বলবো না
বালুয়াড়ী হাঁস হয়ে
বালুতে হেঁটে হেঁটে অাসো
জল কিনারায়।

বলবো না
উদাস দূপুরে ঘুঘুর ডাকে
অানমনে ফিরে অাসো।

তোমাকে বলবো না
নরম ঘাসে নিঃশ্বাস ছুঁয়ে ছুঁয়ে
স্বপ্ন খোঁজ ।

বলবো না
ক্লান্ত-ক্লেদ মননে অবুঝ
অজানা কথা।

তোমাকে বলবো না
বালুয়াড়ী হাঁস হয়ে
বালুতে হেঁটে হেঁটে অাসো
জল কিনারায়।

তোমার ইচ্ছা হলে অাসো
না হলে নাই।