কিছু মানুষ কর্মে হয়ে ওঠে মহামানুষ
এভাবে বেশ ভালই চলছিলো দিন
হঠাৎ পরিবর্তন হতে থাকে সময়ের
মানুষের ভিতর থেকে বিলুপ্ত হতে থাকে মহানুভবতা।


অচিরেই পাল্টে যায় মানুষ
সিনথেটিক রং-য়ের কৌটা ছুঁড়ে ফেলে
লোহিত রক্তের ফোঁটায় রাঙ্গায় দোলের মাঠ।


মানুষের মাথা জুড়ে চলে
অামিত্বের মহা আন্দোলন।
ডাষ্টবিন থেকে অসহায় মানুষ
খাদ্য কুড়িয়ে খায়।


এ যেন এক অন্য ইতিহাস!
নব্য সময়ের ইতিহাস যুগলবন্দি ফটোফ্রেমে।


লেখার তারিখঃ 21/04/2013,রংপুর।