নদীর একভাগ
ষ্ট্যাম্পে লিখে দাও।
বুক পকেটে সাদা ষ্ট্যাম্প নিয়ে
তোমার উন্মুক্ত দরজায় কাল সারারাত।


তুমি বললে
বিশ্বাস কি কোনদিন লিখে নেওয়া যায়?
থাক না এসব
তারচেয়ে চলো বিশ্বাসের চিলেকোঠায়
সারারাত বসে গল্প করি।


বিশ্বাস সে কেমন?
চিলে কোঠার কার্নিস ছুঁয়ে কি বসে থাকা যায়?
যদি ঝড়ো বাতাসে হঠাৎ পড়ি নর্দমায়।
অস্পৃশ্য কীটগুলো যদি ঢুকে পড়ে
শিরা-উপশিরায়, তবে কি হবে?


তুমি মৃদু হেঁসে বললে
এত ভয় কেন ?
এই দেখো, তোমাকে ছুঁয়ে বলছি
আমি ভালবাসি
তোমাকেই ভালবাসি।


লেখার তারিখঃ 23/06/2014,রংপুর।