লাল সূর্য উঁকি দেয় করপুটে
পাথরে মুখ ঘষে অনার্য নারীরা
পাথর খোঁজে রোদের অায়না।


এই বুঝি খাঁটি সোনা!
স্পর্শে ঝলসে ওঠে অনার্যরা
দু,হাতি অনার্যরা পাথর ভাঙ্গে
ভাংগে রোদের অায়না।


হেঁসে ওঠে সব সভ্যতা
অার্য নারীরা অাগল ভাঙ্গে
ভাংগে রোদের অায়না।
সূর্যটার বেশ তেজে
হেঁসে ওঠে অনার্য নারীরা।


সূর্যের অালোয় পাথর ক্ষয়ে
নেমে অাসে রাত
ভেঙ্গে পড়ে রোদের অায়না।


দূরত্ব অার ব্যবধানে দূরে সরে যায়
অার্য-অনার্য নারীরা।