মেরিনা যে ঘরে থাকতো
একাত্তর এর কোন এক রাত্রি
সে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢোকে
তিন জন মুখোশ পরা লোক।


তারা মেরিনাকে ধরে নেয়
অটবীর নির্জন কোন প্রান্ত
অতঃপর তিন জোড়া কালো হাত
মেরিনার বুকে হাঁটে।


তারপর অার মনে পড়ে না
স্মৃতি ভ্রষ্ট মেরিনা অাজ উন্মাদ
তার জীবনের বেলাভূমিতে ভাসে
শুধুই নষ্ট নুড়িপাথর।


ফিরতে পারে না মেরিনা
অাজও তার নিজের ঘরে
সে ঘরের দেওয়ালে
বাস করে অাজ টিকটিকি
ইদুঁরে কাটা টুকরো ছবি
অার কিছু মাকড়সার জাল।


সাদা সুতোর বুননে
তেলাপোকার খন্ড শরীর
জেটির মরা মাথা
আর প্রজাপতির বিধ্বস্ত ডানা
এ যেন একাত্তরের খন্ড ছবি।