শিশির ভেজা মাঠের বুকে
লাগে হেমন্ত বাতাস
সবুজ পাতার ধানক্ষেত চুষে নেয় অধর।
ছোপ ছোপ হেমন্ত বাতাসে
পোয়াতি ধানের প্রাণ হেঁসে ওঠে
হেঁসে ওঠে নবান্ন
শিরশির করে ওঠে যুবক লতার
লোমশ বুক।


জৈবিক যন্ত্রণায় ছটফট করে
পড়ন্ত বিকাল।