যুদ্ধ শেষ হলো
দীর্ঘ নয়মাস পর
অবশেষে দেশ বিজয় পেল ।


কত রক্তক্ষয়ী সংগ্রাম
সব শ্যামলের মনের
ডায়েরীতে লিপিবদ্ধ ।
একাত্তরের এক একটি দিন
শত্রুর সাথে মুখোমুখি লড়াই
এভাবে নয় মাস পর
আজ শ্যামল বিজয় পতাকা হাতে
ঘরে ফিরে যাচ্ছে ।


চারিদিকে সবুজ ঘাস
কিন্তু বাতাসে ঘর পোড়া ছাইয়ের গন্ধ
মুক্তিযোদ্ধা শ্যামল হেঁটে যাচ্ছে
ওইতো শ্যামলের গ্রাম !


হঠাৎ শ্যামলের সামনে এসে দাঁড়ালো
এক বীরাঙনা নারী
আলু-থালু ছোট চুলগুলো তার
বাতাসে ওড়ে
যেন স্বাধীনতার পতাকা ওড়ে ।


তার পাথরের মতো চোখ প্রশ্ন করে
আমাকে তোমার কেমন লাগছে আজ ?
খুব পরিচিত একটি নারী কন্ঠ
শ্যামলের দুচোখে অশ্রু ভেসে ওঠে ।


শ্যামল মুক্তিযোদ্ধা
বিজয়ের পতাকা তার হাতে
তার কি ভেংগে পড়লে চলবে ?


অশ্রুভেজা চোখ মুছে নেয় শ্যামল
শ্যামল উত্তর দেয় ;
দেখছো না ওই সবুজ ঘাস
তোমাকে ঠিক সবুজ ঘাসের
মতো লাগছে ।