বৈশাখী আকাশ মেঘাচ্ছন্ন
মনের ফুল পাপঁড়িগুলো
বড্ড বিষন্নতায় কাঁদে ।


তোমার মনে পড়ে ?
সেদিন নক্ষত্র ঘেরা পৃথিবীর
রক্তে ভেজা পথ
ধুয়েছি কতবার ক্ষয়িষ্ণু জলে ।


অহমিকার নোংরা জলে শুয়ে
অসতীর হাতে বাজে
মিথ্যার দু,হাতি কাঁকন ।


যেন মাটি আর ঘাসের মিলনে
বৃক্ষতলে খসে পড়ে
বৃষ্টি ভেজা একটি কদম ফুল ।


আমরা পৃথিবীর পাঁজরে বসে
রক্তে ভেজা পথ
ধুয়েছি কতবার ক্ষয়িষ্ণু জলে ।