সে আসুক
একটা গল্প বলুক
বলে যাক না বলা কথা।

প্রজাপতি ঘাসফুলে বসেছিল
নিশ্চয় রোদ ছিল
বুনোহাঁস নদীতে নেমে গেল
ফুল তুলে তোমাকে দেবো ভেবেছি
হঠাৎ নামে ঝুম বৃষ্টি।

সে আসুক
একটা গল্প বলুক
বলে যাক না বলা কথা।