ছন্নছাড়া
.
মুখোশ নেই
তবু নিজেকে আড়াল করি
স্বপ্ন নেই
তবু আকাশে ওড়াই স্বপ্নঘুড়ি।
.
তুমি তো বোঝ না
যা দিতে পেরেছি কাল
তা দিতে পারবো না আজ
মনের ভিতরে চলছে আকাল।
.
শীতের রোদ কেন এমন
কেন সবকিছু ছন্নছাড়া?
কিছুই বলার নেই আজ
সীমানাভেঙেমনেরভেতরবইছে—                                 জলের নহর...