তুমি ঘর ছেড়ে পালালে ভিন্নতায়
আমারও ইচ্ছে ছিল পর্বত আর সমুদ্রপাড়ে
তোমার সাথে ঘুরবো
কিন্তু টবের চারাগাছটা কেবলই গজিয়েছে
আমি ছাড়া ওর আর কেউ নেই
ও মরে যাবে অযত্নে।


আশংকাজনক ভাবনা নিয়ে কি করে
তোমার সাথে যাই
কি করে তোমাকে বলি,শক্ত করে আমার হাত ধরতে?
বরং তুমিই চলে যাও
শুন্য করাতকলে নিজেকে কাটি অর্ধেক অর্ধেক।


চিত্রশিল্পী হতে চেয়েছিলাম
পেন্সিল স্কেস করতে গিয়ে দেখি সেখানে কাঠঠোকরা
করেছে ওলট-পালট;
যা আছে তা কেবলই বুনো শালিকের আদিম নৃত্য
ইলেকট্রিক মিডিয়ার দখলের  খবর
মিডিয়ার মুখবন্ধ করতে গিয়ে পিছনে ফিরে তাকাই
চারাগাছটি শুকিয়ে যাচ্ছে
ছুড়ে ফেলি আর্ট পেপার, পেন্সিল স্কেস সবকিছুই।


তুমি ঘর ছেড়ে পালালে ভিন্নতায়
তাতে কি?
ঘরতো আছে,আছে চারা গাছের প্রাণ
বরং তুমিই চলে যাও
শুন্য করাতকলে নিজেকে কাটি অর্ধেক অর্ধেক।