মুজিব মানে বাংলাদেশ
মুজিব মানে চেতনা
মুজিব মানে মন খুলে আজ
স্বাধীনতার কথা বলা।

মুজিব মানে মাতৃভাষা
বাংলা ভাষায় কথা বলা
মুজিব  মানে একটি জাতি
নন্দিত তার স্বাধীনতা।

মুজিব তুমি আছো মিশে
ফুল ফুটেছে গাছে গাছে
বাংলা ভাষার  গভীর টানে
সাহিত্যের  ওই উঠোন জুড়ে।

তোমার কথা মনে রেখে
স্বাধীনতা আনছে যারা
তারাই বলে তোমার কথা
তুমিই তাদের জাতির পিতা।

তোমায় ছাড়া শুন্য জাতি
তোমার নিয়ে কবিতা লিখি
চেতনাতে তোমায় ভাবি
তুমি আমার জাতির পিতা।