হ্যালো,কেমন আছো ?
কন্ঠে তার নিরবতা
সেকি বোবা ?
তবে কেন বলছে না কথা ।

হয়তো রাগ তার মনে মনে
কতদিন ফিরি না ঘরে
এক,দুই,তিন মাস পার হয়ে গেল
তবুও ফিরছি না ঘরে ।

সে চেয়েছিল নতুন শাড়ি
কিনে রেখেছি বক্সে
সোঁদা গন্ধ তার নাকে এসে লাগে ।

বলি কথা চুপিচুপি
বলো না কথা অভিমানী
হঠাৎ অচেনা সুরে
কে যেন বলে
ছেলেটা পাগল নাকি?

সরি,রং নাম্বার ।