জীবন কাটে অতি কষ্টে হলে চরণ হারা,
শূন্য ছাড়া হিসাবনিকাশ যায়না কিন্তু করা।
দাদু হাটে এক চরণে লাঠিতে ভর করে,
দুই চরণে হাটি আমি;তাহার হাতে ধরে।
হাটছে গরু তিন চরণে একটি চরণ খোঁড়া,
চার চরণে দ্রুত দৌড়ায়;রংবেরঙের ঘোড়া।
হাটছে পিঁপড়া পাঁচ চরণে একটি গেছে খসে,
অন্যরা সব ছয় চরণে;পিলপিল করছে রসে।
সাতটি চরণ নিয়ে জীবের জন্ম নাহি হয়,
দুইটি বাঘের আটটি চরণ,মনে জাগায় ভয়!
নয় অথবা দশ চরণের জীব খুঁজে না পাই,
দেখেছ কি কখনো কেউ?বলো দেখি ভাই।