সিগারেটে রয়েছে বিষ তবুও করে পান!
মৃত্যুকূপে স্ব-ইচ্ছায় যে হারায় দেহের প্রাণ।
ফুসফুসটাকে স্বীয় হস্তে করে তারা নষ্ট,
ক্যান্সার সহ জটিল রোগে পায় সর্বদা কষ্ট।
দেহে যখন জমানো বিষ বিস্ফোরিত হয়,
কষ্ট দিয়ে দেহটাকে করে দ্রুত ক্ষয়।
নেশা করে শুরু'র দিকে সঙ্গদোষে পড়ে,
কাটে জীবন মৃত্যুর সনে শুধুই যুদ্ধ করে।
হাতে যদি তুলে কেহ সঙ্গদোষে নেশা,
তুলে ধরে কুফল কিন্তু থাকতে হবে ঘেঁষা।
দিতে হবে স্মরণ করে বারে বারে তাকে,
অকালে যে করছে বরণ কঠিন মৃত্যুটাকে।
অবহিত করতেই হবে মরছে না সে একা,
ধোঁয়ার সনে জনে-জনে করছে মৃত্যু দেখা।
বন্ধ যদি করি সবে সর্বগ্রাসী নেশা,
বসুন্ধরা হবে শুধু সুস্থদেরই বাসা।