তুমি কি সে-ই মাধুরী!?
নদী তটে শ্যাম ঘেরা বাড়ি?
পহিল দর্শন লগ্নে,
হৃদ মোর নিয়েছিলে কাড়ি?

বিশ্বাস কেমনে করি!?
অতীতে যে ছিলে না এমন,
ছায়ায় দাঁড়িয়ে আছো,
নব খোলস পরে এখন!

গতরে ছিল না তার,
অহং মোড়ানো এতোটা রত্ন!
এলো কেশর ছিল না,
তৈল মেখে করিত সে যত্ন।

দু'কাঁধে ঝুলিত ঝুঁটি,
বৈশাখী মেঘের মতো কালো,
সৌন্দর্য পড়িত ঝরে,
রূপ-লাবণ্যে ছড়াতো আলো।

এমন কেন যে হলে!
কেন হলে আকাশের চিল!?
কাল স্রোতে মূর্তি ভাসে,
খুঁজে পাইনা হারানো মিল!