এক পাগলের দেখা পেলাম মনু নদীর বাঁকে,
ছােট-বড় সবাই তাকে নাম ধরে ডাকে।
অরবিন্দ নাম তাহার সংক্ষিপ্ত রূপ অর,
কচুরি লতি বিক্রি করে পেট চালায় এই নর।
আরেক পাগল দিবা-রাত্রি ঘুরে বাজারে,
তাহার মতাে যায়না পাওয়া একজনও হাজারে।
পঞ্চাশ টাকার নোট দিলাম পাঁচ টাকা নিতে,
খুচরাে না পেয়ে আসে টাকা ফেরত দিতে!
কারোর মাথায় কভু ওঁরা ভেঙ্গেছে কি বেল?
জ্ঞানী গুণীরা নড়েনা না ঢালিলে তেল!
পরকে সদা পাগল ভাবে বুদ্ধি মানের দল,
আত্ম উপলব্ধি হীনদের নেই যে আকল।
অরবিন্দ,হানিফ পাগল নয়;পাগল ভণ্ড নরগণ,
ওঁদের পাগলামোতে হাসে সৃজন কর্তা যেজন।
কুকর্মে ওঁদের বাস গৌরবময় পাগলা খানায়!
নিয়মিত আসা-যাওয়া পুষ্প মাল্য পরে থানায়।