পনের আগষ্ট রাত্রি বেলায়,দেশদ্রোহীদের ঘৃণ্য খেলায়,হারিয়েছিলাম আপন,
যুদ্ধ করে যার নেতৃত্বে,করেছিলাম সবাই মিলে,
স্বাধীনতা অর্জন।  


থুথু ফেলে ছিলেন বন্ধু,দেশদ্রোহীদের সর্ব অঙ্গে,চোখে এবং মুখে,
ঢেলেছিলেন তাজা রক্ত,আঘাতপ্রাপ্ত বাংলা মা'য়ের,
ব্যাথা যুক্ত বুকে।


ছিলেন তিনি বাংলা মা'য়ের,সর্ব কালের,সর্বশ্রেষ্ঠ,মা ভক্ত সন্তান,
তিনি হলেন মহান নেতা,জাতির পিতা,প্রিয়বন্ধু শেখ মুজিবুর রহমান।


দেশ ভক্তরা ঘৃণা জানায়!থুথু ছিটায়!দেশদ্রোহীদের,
অতি কুৎসিত অঙ্গে!
কাঁদে সবাই,ছিটায় অশ্রু!কাতর হয়ে থাকে সদা!বঙ্গবন্ধুর সঙ্গে।  


সাক্ষাৎ করে স্মৃতিপটে,মিনারে আর ইতি কথার বহু হাতে ধরে,
খাঁটি বন্ধু হয় না শত্রু,এই বন্ধুরা দেশের তরে,সর্ব কালে মরে!