হাটে গরু ও ছাগল কেনা-বেচা করে সবে
বছরের সবকটি মাস,

বছর পাঁচেক পরে ভোটাররা করে নেয়
ভোট জমিতে ফসল চাষ।

বিক্রি করে নিজেদের,পাঁচটি বছর খায়
লাথি-কিল-ঘুষি আর গালি,

অতীতটা ভুলে গিয়ে,বারবার বিক্রি করে,
খায় শুধু কলাপাতা-ঘাস!  

কলাপাতা (বড় নোট)
ঘাস (ছোট নোট)