মন চক্ষে দেখে যাও মনের ভেতর,
গড়েছি যতন করে স্বচ্ছ শুভ্র ঘর।
সম্পুর্ণ দিয়েছি তুলে অন্তরের ভূমি,
সার্বক্ষণ করে খেলা কিরণের ঊর্মি।
অন্ধকার নেই সেথা,হাসে শুধু চাঁদ,
কলঙ্কের চিহ্ন নেই,সম্পুর্ণ নিখাদ।
দেখি সদা চন্দ্র হাসি পড়েনা পলক,
ভালোবাসি চিত্তসুখে মূর্তির ঝলক।
ভূমি'পরে দৃশ্যমান মিটিমিটি আলো,
তবুও অন্তর টানে লাগে সম ভালো,
ভেতর হইতে বলে,'ধরো মোর ছায়া!
বাহিরের রঙরূপ করো দেয়া-নেয়া।  
সৃষ্টির সুচনা থেকে,আছি নব গৃহে,
হাসিও কষ্টের স্রোত সম বেগে বহে'।