জ্বলিতেছে ওষ্ঠাধরে
মিটিমিটি আগুন,
ঝরিতেছে ভূমি বক্ষে
বন্ধুবান্ধব-ভাই-বোন!
উড়িতেছে ধোঁয়াগুলো
সফেদ হাসি দিয়ে,
ঢুকিতেছে দেহ ঘরে
কালো রাত্রি নিয়ে।
শুভ্র ধোঁয়ায় লুকায়িত
গোকরা সাপের বিষ,
কর্ণে ভাসে ঠোঁটে সৃষ্ট
ভয়ঙ্কর ফিসফিস!
ধূম্র ঝরায় নেত্র হতে
অঝর ধারায় বৃষ্টি!
দৃশ্য দেখে বহু বক্ষে
হয় যে ফাটল সৃষ্টি!
রক্তমাংসে ধরে পচন
অতি তাড়াতাড়ি,
দেখে নিতে রূগ্ণ দেহ
চলে হুড়োহুড়ি।
কষ্টগুলো চক্ষে আনে
সাগর সমান জল!
দৃশ্যগুলো ভাঙ্গে সদা
সুস্থদেরও বল।
সম্মিলিত অশ্রুগুলো
সিক্ত করে ধরা,
স্বজনেরা সঙ্গ দোষে
অকালে যায় মারা।
অগ্নিটাকে চিরতরে
নেভানো প্রয়োজন,
অগুনিত স্বজন দেহ
গুনছে যে মৃত্যু ক্ষণ!
ধোয়াচ্ছন্ন দৃশ্যটাকে
করতেই হবে ভালো!
হাসিমুখে চুরুট অগ্নি
করছে জগৎ কালো!!