অনুনয় করিয়া কয়,
"রাজা মহাশয়,
আপনার কষ্ট আর
সহ্য নাহি হয়!
কেন যে ছুটেন নিত্য
খাবারের পিছু!
আসেনা মস্তকে কিন্তু
আমাদের কিছু।
আপনি করেন কর্ম,
পাই মোরা লাজ,
ইস্তফাটা দিয়ে দেব,
না শুনলে আজ!
মন্ত্রীর কথায় চলে
দেখেন আপনি!
খাবার হাজির হবে
মোটাতাজা ধনী।
সবাই হুমড়ি খেয়ে
পড়বে সম্মুখে,
ইচ্ছে মতোন খাবেন,
যাহা চায় মুখে!"
মন্ত্রীর সফল চালে
তৈয়ার ক্লিনিক,
সম্মুখে শুধুই তাজা!
মন্ত্রীরাই ঠিক।
অলস হয়েছে রাজা
বসে বসে খায়,
চৌদিকে সবাই মিলে
জয়গান গায়।
গান শুনে সিংহ রাজা
পায় মনে সুখ,
শেয়ালরা মন্ত্রীপদে,
অন্যদের দুখ!