ভালো মানুষ!
আমি ভালো মানুষ!


খুঁজে কেহ পেয়েছে কি দোষ!?
করি কর্ম কৌশলে,হারাই না হুঁশ!


পরে আছি নিরোধক,চিত্তে সন্তোষ!
চামচ দিয়ে ঢালি মুখে,চামচের দোষ!


পাপাচার করি প্রতিনিয়ত,পরে আছি মুখোশ!
গ্রহণ করে আমার দান সবাই হয় খুশ!


অদৃশ্য শিং আছে!মারি সজোরে ঢুষ!
লুটিয়ে পড়ে ভূমিতে দেহ!ফুটো করি ফানুস!


যাবে না খোলা এই মুখোশ!অতি ভালো মানুষ!
ভেতর কালো!ভালো!কালো!জৌলুশ!


গিলছি বলে কি হয়েছি বেহুঁশ!?
সুরা পাত্র বাড়ায় হুঁশ!জোশ!


বলে দিলাম!অমানুষ নই!অমানুষ!
ভালো মানুষ!আমি অমানুষ!


নাই!শেষ!সব শেষ!খুশ!!
হুস;হুস;হুস.....(দীর্ঘশ্বাস)            


(নেশার ঘোরে অচেতন)