কর্ম দ্বারা পারি যেন হতে গুনীজন,
কভু যেন মন্দ কর্মে নাহি গড়ি ধন।
গুরুবাক্য করি যেন সর্বদা পালন,
করি যেন গুরু পদে স্ব হস্তে যতন।
বন্ধুত্বটা করি যেন দেখিয়া সুজন,
থাকে যেন সর্ব ক্ষণে দূরত্বে দুর্জন।
করি যেন ভালো কর্মে চরিত্র গঠন,
চিত্ত সুখে করি যেন গ্রন্থাদি পঠন।
মুখে যেন থাকে সদা সুমিষ্ট কথন,
কভু যেন নাহি করি কুকথা বহন।
নয়নাশ্রু দেখে যেন নাহি হাসে মন,
মঙ্গলার্থে করি যেন অগুনিত পণ।