নারী হাসে জল পেয়ে,নর হাসে দিয়ে,
চোখে ঘুম নিয়ে দেহ অন্ধকারে থাকে।
কান্না করে দেহ যবে রঙ-আলো দেখে,
মাতা পিতার আনন্দ চোখে অশ্রু নিয়ে।
প্রাণহীন মাতা পিতা থাকে যবে শুয়ে,
সন্তানাদি করে কান্না অন্তরের দুঃখে।
রক্ত মাংসে গড়া দেহ মৃত্তিকায় ঢুকে,
নয়নের নোনাপানি খায় ভূমি পিয়ে।
আসে-যায় দেহতরী চড়ে কান্না-হাসি,
নাহি ভালোবাসি তরী পাখি উড়া দিলে,
ভালোবাসি ভেতরের অদৃশ্য অতিথি।
অতিথি কে যত্ন করি,এত্ত ভালোবাসি!
সাজাইয়া রাখি গৃহ এলোমেলো হলে,
নিষ্ঠুর অতিথি তবু,দেহে মারে লাথি!
১২/১০/২২