প্রিয়তমা আসিবে নিশিতে
    মোর জীর্ণ কেতনে,
ভরা পূর্ণিমায় যখন হাসিবে
     শশী ঊর্ধ্ব গগনে।


নিলয় সাজাবাে অগণিত
    কুসুম কলি দিয়ে,
সানন্দে করিবো নিশিযাপন
    প্রিয়তমা কে নিয়ে!


সাজ সজ্জায় প্রিয়তমা রূপে
       হবে রাসেশ্বরী,
মস্তকে রাখিয়া ময়ূর পালক
      হবো বংশীধারী।


বহু বাদ্যের তালে নৃত্য করিব
      নয়নে নয়ন রেখে,
হাসিব দু'জন পুলকিত চিত্তে
     আপন দৃশ্য দেখে!


সূর্যোদয়ের আগে;চন্দ্র কিরণে
      পরাব হরেক মালা,
মাল্য অদলবদলে হবো নিশিতে
        গোকুলের কালা।