জীবনের পরিসমাপ্তি,মৃত্যু তাহার নাম,
কেউ-ই জানি না,কখন বধিবে প্রাণ।
পরাধীন এসেছি,মরতেই হবে,
মৃত্যুকে রোধ করেছে কে?কবে?
রাজা মহারাজা সর্বময় ক্ষমতার অধীন,
মৃত্যুর কাছে তুচ্ছ সবাই,করে যে বিলীন।
প্রতিটি শ্বাস প্রশ্বাসে করে আসা যাওয়া,
রথ রেখে কেড়ে নেয় রথীর হাওয়া।
এসেছি সবাই সুহৃদকে সাথে নিয়ে,
প্রাণ কাড়ে ব্যাথা হীন চির নিদ্রা দিয়ে।
মৃত্যু আত্মার পরম বন্ধু,মৃত্যুই মুক্তির দ্বার,
মৃত্যু দেয় চরম শান্তি,মৃত্যু মানেই উদ্ধার।