পাঠিয়েছ মনু তীরে,করি বসবাস,
মহাতীর্থ বিষ্ণুপদ করে পাপ নাশ।
নেত্র ভরে দেখি শুধু চরণের ছাপ,
নিম্নমুখী হয় তাতে অন্তরের তাপ।
অন্তরে দেখার ইচ্ছা চলমান রূপ।
মনেওধামে জ্বালাই অবিরাম ধূপ।
দাও দেখা দয়া করে নয়নের ঘরে,
সেথায় রাখতে চাই চিরকাল ধরে।
চাই বলতে আনন্দে,হরি বল হরি!
মনের বাসনা নিয়ে,কায়মনে ঘুরি।