রাহুলঃ
বলে দিলাম কিন্তু,হাসবে না আর!
প্রাণে মারতে চাও!?ইচ্ছেটা কি তোমার?
গোলাপি ঠোঁট দিয়ে ছুড়ে মারো তীর,
আঘাতে চিত্ত হয়ে যায় চৌচির!


মাধুরীঃ
না তাকালেই পার মাধুরীর পানে!
হাসে যে মদনেরই কারণে
হাঃ হাঃ হাঃ...!


রাহুলঃ
কি!মদন বললে আমায়!
কেন তাকাব?পড়েছে আমার দায়!


উফ!!!
মিষ্ট ঘাতক করলে যে আবার!?


মাধুরীঃ
ব'লে দিলাম কিন্তু,তাকাবেনা আর!
প্রাণে মারতে চাও!?সব দোষ আমার!


রাহুলঃ
তুমি হাসলে কেন!?
মাধুরীঃ
তুমি তাকালে কেন!?


রাহুলঃ
হাঃ হাঃ হাঃ...!
মাধুরীঃ
হাঃ হাঃ হাঃ...!