ঘুমিয়ে আছে কবরে আবরার,সাদা কাপড় পরে,
দিবা নিশি মা'য়ের নয়ন নোনা জলে ভরে!
জন্ম এবং লাশের দৃশ্য ভাসছে মা'য়ের চোখে,
মা কাঁদছে আমাদেরই ভাই হারানো শোকে!
আর কেঁদো না মা তুমি!হওনি সন্তান হারা,
বেঁচে আছে আবরার মাগো,যায়নি মারা।
আমরা সবাই আবরার মাগো,ডাকছি তোমাকে মা!
কোলে তুলে না-ও মাগো,করোজোরে চাইছি ক্ষমা!
১৮/১০/২০১৯