সুন্দর কে ভালোবাসি,রূপের পাগল,
চিত্ত সুখে নেত্র দিয়ে,আসে মোর জল।
দর্শনে জুড়ায় চিত্ত,কি সুন্দর মুখ!
নেত্র করে বিতাড়িত,মন থেকে দুখ।
প্রকাশিত করে রূপ নক্ষত্র-চন্দ্রমা,
সবই তোমার সৃষ্টি,কতো যে মহিমা।
প্রকৃতির লীলা দেখি অদৃশ্য লোচনে, 
দান করো নিজে তুমি,চায় যবে মনে।
লোচনের সুখপাখি,চিত্তে সুখ আনে,
সুখ খুঁজে পাই আমি,মাঠে-ঘাটে-বনে।
যেদিকে নজর যায়,দেখি দীপ্ত রূপ,
সাজিয়েছ প্রভু তুমি,জ্বালিয়েছ ধূপ।
নেত্র দিয়ে আঁকি তাই তোমারই সৃষ্টি,
মাটি-আলো-নভ-জলে রাখি সদা দৃষ্টি। 
২৮/০৮/২২