বাদী-বিবাদী,উভয় মিলে দুই
ঝগড়ার কারণ,দশ টাকার ভূঁই!


দু'জনার সাক্ষী,দশ আর দশ,বিশ
বিচার কার্য সম্পাদনে,চারশত বালিশ!


চা-বিস্কুট,পানীয় খরচ,হাজার-বারোশত
সাক্ষী-বালিশ,চারশত বিশ,দাম ওজন মতাে।


দশ মিনিটের বিচার কার্য,বছর দশেক চলে!
দু'জনই সর্ব হারায়!দুই দরিয়ার জলে।



ভূঁই=ভূমি(দশ টাকার ভূঁই,তুচ্ছার্থে প্রয়োগ)
চারশত বালিশ /(গ্রাম,পাড়া,মহল্লার অসংখ্য অযোগ্য বিচারক) চারশত বিচারক।
সাক্ষী ২০+বিচারক ৪০০=চারশত বিশ।
দু'জনই(বাদী এবং বিবাদী)
দুই দরিয়া(সাক্ষী এবং বিচারক)