প্রাত কালে আগেভাগে
উঠব আমি জেগে,
মন হরষে মিষ্টি রোদে
ছুটব তখন বেগে।
সালাম করে গুরু হতে
নেব চেয়ে দোয়া,
হবে শুরু দিনের কর্ম
পেয়ে তাদের ছোঁয়া।
ঈদগা মাঠে যাব আমি
নতুন জামা পরে,
বুক মেলাব নির্বিশেষে
কোলাকুলি করে।
সর্ব জনে ঈদ মোবারক
বলব খুশি মনে,
ঊর্ধ্ব হতে প্রতিটা ঈদ
দেয় যে খুশি এনে।