দাউদাউ অগ্নিশিখা!প্রতিটি প্রতিবাদীর,মৃতপ্রায় ক্ষুধার্ত জঠরে,
অগ্নি নেভানোর তরে,জাগরিত চিত্ত নিয়ে,এইবার মৃতরা ওঠোরে।


আর্তদের চিতকার,এখনও কি পৌঁছাচ্ছে না?তালাবদ্ধ সবকটি কান?
না থামালে অগ্নি বান,ক্ষুধার্তরা কানে ধরে,অতি শীঘ্র দেবে কিন্তু টান।


দু'পাটিতে সেইদিন,থাকবে না একটিও,ঝকঝকে শ্বেতকায় দাঁত,
জঠরের অগ্নি কিন্তু,ছাড়ে না কাউকে কভু,সর্ব অঙ্গে করে পদাঘাত।
২৮/০৮/২২