পূর্বে শস্য ভান্ডার,শ্যামল ঘেরা গ্রাম,
পশ্চিমে গ্রামীণ বাজার তারাপাশা নাম।
উত্তরে মনু নদী,গঙ্গা সম জল,তর্পণে প্রণাম,
জলমগ্ন দক্ষিন দিকে সােনালী আর শ্যাম।
উর্ধ্ব হতে মেঘ দেবতা পুষ্প বৃষ্টি ঝরায়,
মধ্য স্থলে শ্রী বিষ্ণু পাদ চিহ্নে ধরায়।
সূর্য দেবতা আলো ছড়ায় প্রদীপ হস্তে নিয়ে,
চন্দ্র দেবতা নিশিতে হাসে কিরণ শোভা দিয়ে।
তাঁরকারা হাসে মিটি মিটি রাতের আঁধারে,
সর্ব হাসি যুক্ত হয় ধামের কৃত্রিম বাহারে।
পক্ষী গাহে প্রভাতী গান সূর্য উদয়ন কালে,
সন্ধ্যা আরতি মনােমুগ্ধকর বিহঙ্গ রাগিণী তালে।


শ্রী শ্রী বিষ্ণুপদ ধাম
তারাপাশা,রাজনগর,মৌলভীবাজার।