ক্ষমা করো!


ভেড়াব না তরী কখনো
আর তোমার নগরে,
হাতের গোলাপ ক্ষনিকে
চরণ পিষ্ট করে!


হৃদয় কাঁদে মিথ্যা কামুক
ভালোবাসায়,
আঁধারে মনের লেনাদেনা
দুঃখের হাসি হাসায়!


ভালোবাসার কথামালা
কৃত্রিম পাতায়!
নয় মন মন্দিরে কিংবা
স্মৃতির খাতায়।


দেখে যাও আমার নগর,
হৃদয় লেনাদেনা,
প্রেম ভালোবাসার রূপ
হাসি-কান্না-বেদনা।


মন বিনিময়ে হয় ভালোবাসা
চোখে চোখ রেখে,
আনন্দ-বেদনায় দেহ মনে
একই অনুভূতি মেখে।


একটিবার দেখার জন্য চলে
দীর্ঘ প্রতিক্ষার প্রহর,
দু'টি মনে হাসি আর কান্নায়
একই লহর।


ক্ষমা করো!


ভেড়াব না তরী কখনো
আর তোমার নগরে,
হাতের গোলাপ ক্ষনিকে
চরণ পিষ্ট করে!