গর্বিত!
তোমাকে ভালোবেসে গর্বিত!
প্রশ্ন করতে ইচ্ছে করছে না!
প্রেম করেছিলে কার ইচ্ছেতে?
অনুমতি হীন করলে কেন?
মোহ কেটে গেছে?
এত তাড়াতাড়ি!
অনাকাঙ্ক্ষিত দিনটির অপেক্ষায় ছিলাম অন্য দশটি মেয়ের মতো।
অতি পাগলরা এমনটিই করে!


মা-বাবা-ভাই-বোনের ইচ্ছে পূর্ণ করো!
নর্দমায় ফেলে দাও জঞ্জাল পূর্ণ স্মৃতি!
মূল্যহীন উপহার!
মুছে দাও আবেগ জড়িত কথা!
কুৎসিত চেহারা!
বোঝা হীন হবে মোবাইল মেমোরি,
স্মৃতিতে তো নেইই!
মুক্তি পেয়ে যাবে!


কাঁদব!
না পাওয়ার বেদনায় নয়,
বিষাক্ত তীরের যন্ত্রণায়!


বিয়ের দিন আকাশে ভাসব,অশ্রু বৃষ্টি দিয়ে শীতল করব,মেঘ হয়ে ছায়া দেব,উত্তাপ শুষে নেব নিজের ভেতর।


স্ব-গৃহে অপেক্ষায় থাকব,সস্ত্রীক অভিবাদন জানাতে,উঁচু জুতা পরে আসবে কিন্তু,নয়তো পা ভিজে যাবে!যুক্ত হবে অশ্রু নদীতে মা-বাবা-ভাই-
বোনদের অশ্রু!সম্মিলিত অশ্রু বানে ভাসিয়ে দেব তোমার তৃষ্ণার্ত মরুভূমি!পিপাসা হীন জীবন কাটবে তোমার!
বাঁধ ভাঙ্গা আঁখি আজীবন খোলা থাকবে!
ইচ্ছে পূর্ণ করো!!!