কেমনে হইবে মৃত্যু জানিইনা কেহ,
করে তবে পঞ্চভূত ধ্বংস সর্ব দেহ।
প্রাণবন্ত দেহ যবে অগ্নি করে ছাই,
দুর্ঘটনা স্থলে দেহ খুঁজে নাহি পাই।  
যখন উথাল ঢেউ করে নেয় গ্রাস,
চিরতরে হয় দেহ সলিলে বিনাশ।
কম্পনে যখন ভূমি করে থরথর,
দেহগুলো যায় ঢুকে ভূমির ভেতর।
শেষকৃত্য নিয়ে কেন এতটাই অহং!?
অদৃশ্য হইতে শক্তি মাখে দেহে রঙ।
মৃত কভু দেহতরী পারে না উঠাতে,
জীবিতরা দেয় তুলে প্রকৃতির হাতে।
স্থান ও কালের মতে হয় শেষকৃত্য,
পঁচে দেহ মৃত্তিকায়,অগ্নি করে নৃত্য।
যদি কভু জীবিতরা মৃতকে না ধরে,
মৃত্তিকা ঠিকই নেবে আপনার করে।
জল-অনল-জমিন,বায়ু ও আকাশ,
মিলিত শক্তিতে করে দেহের বিনাশ।
বহুমত আর পথে চলে মিলেমিশে,
করেনা তাদের হৃদ স্পর্শ অহং বিষে।
ফুলের সৌরভ দিয়ে অন্তরাত্মা ভরা,
সুগন্ধি ছড়িয়ে তারা করে শুদ্ধ ধরা।
ইতিকথা পড়ে যারা নেয় দেখে রূপ,
শেষকৃত্য দেখে কভু করেনা বিদ্রূপ।