দীপ হাসে অস্তাচলে,
শ্যাম সুন্দর আঁচলে,
মন গগনে নিশ্চিন্তে বসে,


এই জগতে সবাই,
স্বার্থে বলে ভাই-ভাই,
মন থেকে নাহি ভালোবাসে।


ভালোবাসা পেয়ে খুশি,
ভাবে খাঁটি সব হাসি,
বিনিময়ে দান করে আলো,


কালোরাও তাকে পায়,
কাকপক্ষী গান গায়,
আলো বিহীন লাগে কি ভালো?


তবুও বুঝে না কেহ!
দীপ শিখার ভেতরে
রয়েছে যে দহনের জ্বালা!


পুড়ে শুধু হয় ছাই,
সাগরে পায়না ঠাঁই,
টাঙানো ছবিতে ঝুলে মালা!