আলো বিহীন এই জগৎ নরকেরই দ্বার,
কালোর মৃত্যু ঘটায় আলো,করে যে উদ্ধার।


উদয় হতে অস্ত কালে গগন রবি হাসে,
রশ্মি দাতা মহানন্দে নীল সাগরে ভাসে।


ধনী-গরিব সবাই সম করেনা ভেদ জাতে,
চিত্ত সুখে জগতবাসী,চলে আলোর সাথে।


দুয়ার খোলা পেলেই ঢুকে অন্ধকার ঘরে,
রশ্মি বান দিয়ে আলয় মনের সুখে ভরে।


জ্ঞান আলোও তেমনি করে অন্ধকারে ঢুকে,
দাতারা সব রবির মত সমান চোখে দেখে।


বলতে নেই দাতাকে তাই পক্ষপাত দুষ্ট,
এহেন কথা ব্যথিত করে,করে সবাকে রুষ্ট।


যারাই করে ইচ্ছাকৃত দাতার সনে ভুল,
জীবনভর কাটে সাঁতার,পায়না কভু কূল।