বিদ্যালয়ে যাই
প্রশান্ত মিত্র (শান্তা)


সুস্থ  দেহে  আমরা  সবাই
বিদ্যালয়ে যাই,
জীবাণু   মুক্ত   করে  হাত
খাবার-দাবার খাই।


ঘুম   থেকে   ওঠে   রােজ
মাজন করি দাঁত,
রোগমুক্ত   দাঁত আমাদের
পরিচ্ছন্ন হাত।


শৌচাগারে  প্রবেশ  করি
পাদুকা পায়ে পরে,
প্রস্থান  করি সাবান জলে
হাত ধৌত করে।


পরিচ্ছন্ন পােশাক আমাদের
রােগ-জীবাণু হীন,
লেখাপড়া আর খেলাধুলায়
কাটে সবার দিন।


বাসায় ফিরে সাবান-জলে
হাত আমরা ধুই,
দাঁত  মাজন  করে  সবাই
বিছানাতে শুই।