সারা বৎসর ঋতু গুলো রঙিন ছবি আঁকে,
নয়ন জোড়ায় প্রকৃতি তে দৃশ্যগুলো দেখে।
মেঘ-বায়ু ও বৃষ্টির পানি চলে নানান তালে,
শস্য-ফুল ও ফলের দেখা ভূমি'পরে মেলে।
বৃক্ষ ডালে ফুল-ফল ঝুলে গ্রীষ্ম ঋতু এলে,
এই ঋতুর দান যত্ন করে রাখে সবে কোলে।
বর্ষা কালে ভরে জলে খালবিল-নদী-নালা,
অধিক ঢলে তলায় তখন নিচু ঘরের চালা।
শরৎ কালে আমন চারা বায়ু বেগে দোলে।
ফুটে তখন অনন্ত কাশ নদী-ঝিলের কূলে।
হেমন্ত কাল হাসি এনে দেয় সবাকার মুখে,
পিঠা-পায়েস খেয়ে সবে চলে মনের সুখে।
শীত ঋতুতে শিশির জমে তৃণ লতার 'পরে,
শুভ্র চাদর গগন ঢাকে,গাছের পাতা ঝরে।
বসন্ত কাল ঋতুর রাজা,জগৎ তাজা করে,
নব পত্র গজায় বৃক্ষে,ডাকে কোকিল সুরে।
সুখ রয়েছে সব ঋতু তে,কুড়াতে হয় বুকে,
বাসলে ভাল ঋতুর ছবি,ফোটে হাসি মুখে।